আমাজন নদী ও বন

আমাজন নদী ও বন

১১.১১.১১ তারিখ ছিল প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার শেষ দিন। এর পরই জানা হয়ে যায় প্রাকৃতিক সপ্তাশ্চর্যে আছে কোন কোন স্থান। তবে আনুষ্ঠানিকভাবে এদের নাম ঘোষণা হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। প্রথম সাতটি থেকে বাদ পড়েছে সুন্দরবন। এটি রয়েছে প্রথম ১৪টির মধ্যে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নিয়ে আজকের আয়োজনে লিখেছেন নূরে জান্নাত

প্রথম ৭
* দক্ষিণ আমেরিকার ৯টি দেশের আমাজন
* ভিয়েতনামের হা লং বে
* আর্জেন্টিনা ও ব্রাজিলের ইগুয়াজু জলপ্রপাত
* দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ
* ইন্দোনেশিয়ার কমোডো পার্ক
* ফিলিপাইনের পুয়েত্রা প্রিন্সিসেসকা আন্ডারগ্রাউন্ড রিভার
* দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেট

পরের ৭
* সংযুক্ত আরব আমিরাতে বু তিনাহ দ্বীপ
* ইসরায়েল, ফিলিস্তিন ও জর্দানের ডেড সি
* অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনির গেট ব্যারিয়ার রিফ
* লেবাননের জিটি গ্রোট্রো
* তানজানিয়ার কিলিমানজারো
* পোল্যান্ডের মাজুরিয়ান লেক
* বাংলাদেশ ও ভারতের সুন্দরবন

আমাজন নদী ও বন
দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ভেনিজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডরসহ মোট সাত দেশে অবস্থিত আমাজন নদী ও বন। প্রায় ৫৫ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আছে এটি। তবে ব্রাজিলেই ৬০ শতাংশ। আমাজনে ৯টি জাতির বাস। মজার বিষয়, এসব জাতির ভেতর ছেলেমেয়ে কোনো বিশেষ ভেদ নেই। তারা একসঙ্গে শিকারে যায়, রান্না করে, এমনকি এক জাতির সঙ্গে অপর জাতির লড়াইয়ে অংশ নেয় একসঙ্গে। এই আমাজনেই রয়েছে পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির গাছ। এখানে ২৫ লাখ প্রজাতির পোকামাকড়, দুই হাজার প্রজাতির পাখি (পৃথিবীর এক-পঞ্চমাংশ), ৪০ হাজার প্রজাতির গাছ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৩৭৮ প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে। এই এক আমাজন নদীতেই আছে পৃথিবীর ২০ শতাংশ মাছ। এই বন আনাকোন্ডা, শ্লথ, জাগুয়ার, ভাম্পায়ার বাদুড়ের জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানকার বহু প্রজাতির ব্যাঙ ও পোকামাকড় দিয়ে তৈরি হয় গুরুত্বপূর্ণ ওষুধ।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ ২৬/১১/২০১১ ইং