আর নয় এক কালার ফোল্ডার ব্রাকগ্রাউন্ড, এবার আপনার পছন্দের পিকচার দ্বারা ফোল্ডার ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে নিন।

আর নয় এক কালার ফোল্ডার ব্রাকগ্রাউন্ড, এবার আপনার পছন্দের পিকচার দ্বারা ফোল্ডার ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে নিন।

আস্‌সালামুআলাইকুম, প্রথমে সবাই আমার সালাম গ্রহণ করবেন, আপনারা নিশ্চয় জানেন সালাম দেয়া সুন্নাত আর সালামের উত্তর দেয়া ওয়াজিব। আশা করি সালামের উত্তর দিয়েছেন। আজ আমি আপনাদেরকে যে সফ্‌টওয়্যারটি সম্পর্কে বলব তা দ্বারা খুব সহজেই যে কোন ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। প্রথমে সফ্‌টওয়্যারটি এখান থেকে  ডাউনলোড  করে নিন, তার পর যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সফ্‌টওয়্যারটি সে ফোল্ডারের ভিতরে রাখুন এবং সফ্‌টওয়্যারটির উপর ডাবল ক্লিক করুন। লাল চিহ্ন দেয়া বক্স এ ক্লিক করে Next এ ক্লিক করুন।

লাল চিহ্ন দেয়া ট্যাব থেকে Browse করে (Files of tipe থেকে আপনি যে Formet এর পিকচার দিবেন সে Formet সিলেক্ট করুন) আপনার পছন্দের পিকচারটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

তার পর Finish এ ক্লিক করুন। এবার আপনার ফোল্ডারটি রিফ্রেশ করুন, দেখুন আপনার সিলেক্ট করা পিকচারটি ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড এ চলে এসেছে। আল্লাহ সবাইকে ভাল রাখুন।