কমোডো জাতীয় উদ্যান

কমোডো জাতীয় উদ্যান

ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপের বিখ্যাত কমোডো ড্রাগন নিয়ে অনেক সত্য গল্প আছে। তার মধ্যে একটি হলো ১৯১০ সালে একজন ডাচ্ নাবিক ভ্রমণকালে কমোডো ড্রাগন দেখে খুব ভয় পান। তিনি দেশে ফিরে রিপোর্ট করেন, প্রায় ৭ মিটার লম্বা ড্রাগন বাস করে এবং তাদের মুখ থেকে আগুন বেরোয়। এটা পড়ে একজন ডাচ্ কর্নেল স্টেইন ভেন হেনস্্ব্রোক দ্বীপে এসে কিছুদিনের মধ্যে একটা অদ্ভুত প্রাণী মারলেন। পরে তিনি সেটা হেডকোয়ার্টারে পাঠান। দেখা গেল ২ দশমিক ১ মিটার লম্বা এই কমোডো ড্রাগন আর কিছুই নয়, একটা লিজার্ড গোত্রের প্রাণী! কমোডো দ্বীপের আয়তন ৩৯০ বর্গকিলোমিটার। ইন্দোনেশিয়ায় ছোট বড় ১৭ হাজার ৫০৮টি দ্বীপের মধ্যে কমোডো জীববৈচিত্র্য ও প্রাকৃৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার বালুভূমি গোলাপি রঙের।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ ২৬/১১/২০১১ ইং