কুয়াকাটা সমুদ্রসৈকত

কুয়াকাটা সমুদ্রসৈকত

কুয়াকাটা সমুদ্রসৈকতের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। কোথাও কোথাও প্রস্থ দেড় কিলোমিটারের বেশি। সূর্যোদয় আর সূর্যাস্ত একই সঙ্গে দেখার জন্য কুয়াকাটা বিখ্যাত। সৈকতের কোলঘেঁষে আছে বড় নারিকেল বাগান। বেড়িবাঁধের ওপর বসতি আদিবাসী রাখাইনদের। এখানে তাদের তৈরি তাঁতের কাপড় এবং শামুক-ঝিনুকের অলংকার পাওয়া যায়। পাশেই বৌদ্ধবিহার, ৩৭ মণ ওজনের বুদ্ধমূর্তি আছে বিহারে। কার্তিকে পূর্ণিমায় বসে রাস উৎসব।
ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরত্বে কুয়াকাটা। সায়েদাবাদ বা গাবতলী থেকে বাসে কুয়াকাটা যাওয়া যায়। সদরঘাট থেকে লঞ্চে পটুয়াখালী গিয়ে পরে বাসে ৭০ কিলোমিটার কুয়াকাটা।

 

সুত্রঃ দৈনিক কালের কণ্ঠ ২৮/০১/২০১২ ইং