জেজু দ্বীপ

জেজু দ্বীপ

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় দ্বীপ জেজু। প্রায় বিশ লাখ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দ্বীপটির সৃষ্টি। দক্ষিণ কোরিয়ায় হলেও দ্বীপটির আবিষ্কর্তা কিন্তু ইউরোপীয়রা। দ্বীপটিতে প্রথম পেঁৗছায় তাদের জাহাজ 'কোয়েল্পান'। ১৯১০-এর আগে দ্বীপটিকে অন্য নামে ডাকা হতো। পরে ১৯৪৮ সালে এটি পরিচিতি লাভ করে জেজু নামে। আয়তন ১৮৪৮ বর্গকিলোমিটার। এখানে রয়েছে দুটি শহর ও পাঁচটি গ্রাম। বসবাসকারীর সংখ্যা ৫,৩১,৮৮৭। এখানে বর্গকিলোমিটারে বাস করে ২৮৭ জন। আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো। শীতে ঠাণ্ডা, গ্রীষ্মে গরম, মাঝে মাঝে বৃষ্টি হয়। এখানে একটি লেক রয়েছে, যা আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে সৃষ্ট। এই দ্বীপের আদিবাসীরা গম, সয়াবিনসহ নানা ধরনের শস্য উৎপাদন করে। এখানকার মাছ ও কমলা পর্যটকদের খুব প্রিয়। এখানে গলফ খেলা, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো, শিকার করা, মাছ ধরা, পাহাড়ে চড়াসহ আরো নানা সুবিধা পায় তারা। এ ছাড়া বাড়তি আকর্ষণ হিসেবে আছে বছরের বিভিন্ন সময়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতা, বসন্তে চেরি উৎসব, মধ্য গ্রীষ্মে নৈশকালীন সমুদ্র উৎসব, হেমন্তে ঘোড়ার উৎসবসহ আরো অনেক অনুষ্ঠান।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ ২৬/১১/২০১১ ইং