টেবিল পর্বত

টেবিল পর্বত

দক্ষিণ আফ্রিকার পর্বত, তবে এটি কয়েকটি পর্বতের সমষ্টি। অবস্থিত কেপটাউন শহরে। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি এক হাজার ৮৬ মিটার (৩৫৬৩ ফুট) উঁচু। এর দুটি চূড়া_একটি পূর্বের ডেভিল পার্ক ও অপরটি লায়ন'স হেড। অভিযাত্রীরা গাইডের সহায়তায় ট্রাক করে এটির চূড়ায় পেঁৗছান। আর যাঁরা এভাবে যেতে চান না, তাঁদের জন্য রয়েছে 'কেব্ল্ কার'-এর ব্যবস্থা। ৩০২ মিটার উঁচু দিয়ে ২৫ জনের এই কেব্ল্ কারে ঘোরার মজাই আলাদা। এত উঁচু দিয়ে যাওয়ার সময় শহরের প্রায় পুরোটাই দেখা যায়। প্রায়ই মেঘে ঢাকা থাকে চূড়া। স্থানীয়রা মেঘকে বলে পাহাড়ের জামা। প্রায় ২ দুই হাজার ২০০ প্রজাতির গাছ রয়েছে এখানে।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ ২৬/১১/২০১১ ইং